আঁখিনুর খানম (জ্যোতি)
এখন অনেক রাত আর এই রাত্রিতে
শুধু তোমারী জন্য এই
দুটি চোখে নেই কোনো ঘুম
অপরূপ এই জোছনায়
তুমি কি জানো কি ভাবছি ?
বসে শুধু তোমায়, তুমি পাশে
নেই তাই সেই অতীতের
কিছু স্মৃতি এসে বারে বারে
কাঁদিয়ে যায় আমায়, আজো ভুলতে
পারি না তোমায় যদিও একটু
তিল পরিমান।
ভালোবেসে থাকো ভুল করে হলেও
ক্ষমা করে দিও আমায়,
এমনি করে সারাটি জীবন
ভালোবেসে যেতে চাইগো তোমায়
আজীবন।