চাই তোমায়

 

আঁখিনুর খানম (জ্যোতি)

 

এখন অনেক রাত আর এই রাত্রিতে

শুধু তোমারী জন্য এই

দুটি চোখে নেই কোনো ঘুম

অপরূপ এই জোছনায়

তুমি কি জানো কি ভাবছি ?

 

বসে শুধু তোমায়, তুমি পাশে

নেই তাই সেই অতীতের

কিছু স্মৃতি এসে বারে বারে

কাঁদিয়ে যায় আমায়, আজো ভুলতে

পারি না তোমায় যদিও একটু

তিল পরিমান।

 

ভালোবেসে থাকো ভুল করে হলেও

ক্ষমা করে দিও আমায়,

এমনি করে সারাটি জীবন

ভালোবেসে যেতে চাইগো তোমায়

আজীবন।

 

সর্বশেষ

চাকরি নামক সোনার হরিণ নিয়ে যখন তামাশা!

প্রতিবন্ধী মানুষের জব প্লেসমেন্ট সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর সাথে বি-স্ক্যান’র গত ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তিনমাসের একটি চুক্তি হয়।...

মাসিক আর্কাইভ

Translate | অনুবাদ