রাশেদ রউফ
আমরা রয়েছি আমাদের মতো
তাকাই না ইতিউতি
চাই না দয়া ও চাই না করুণা
চাই না সহানুভূতি।
চাই বরাবর একটু আদর
সামান্য ভালোবাসা
দেহ মন মিলে স্নেহ- মঞ্জিলে
জাগিয়ে উঠবে আশা।
সূর্যটা দেবে আলো তাপ আর
জোছনা ঝরাবে চাঁদ
আশা পাবে ভাষা আর ভালোবাসা
মিটাবে সে-আহ্লাদ।
কারো কারো কাছে হয়তো বা বোঝা
কারো কারো কাছে ফেলনা
আমাদের নিয়ে ক্লান্ত অনেকে
সাথি আজ তাই খেলনা।
অবহেলা পেলে সব সব ঝেড়ে ফেলে
মন চায় শুধু ছুটতে
সব বাধা টুটে ফুল হয়ে ফুটে
সূর্যের মতো উঠতে।
কিন্তু কী হায়! বড় অসহায়
নিয়তির জালে বন্দী
ইচ্ছে হলেও যায় না তো করা
কারণ প্রতিবন্ধী !