ইউএন সিআরপিডি বা জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ অনুসমর্থনকারী শরীক রাষ্ট্র অর্থাৎ সরকার এই সনদের সকল ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে।এর ৩৩ ধারায় জাতীয় পর্যায়ে বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ে বলা হয়েছে:
- শরীক রাষ্ট্র অর্থাৎ সরকার এই সনদ বাস্তবায়নের বিষয়টি তদারকি করবে। এজন্য সরকারের নিজস্ব সাংগঠনিক ব্যবস্থা অনুযায়ী এক বা একাধিক ফোকাল পয়েন্ট নিয়োগ করবে। বিভিন্ন খাত ও সংশ্লিষ্ট কাজকর্ম সম্পাদনে সরকারের মধ্যে একটি সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় মনোযোগ দেবে।
- সরকার এই সনদের বাস্তবায়ন করতে একটি স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করবে। এই প্রতিষ্ঠান সনদের সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না, সেই বিষয়টি তদারক করবে। এই কর্মকাঠামো সক্রিয় ও শক্তিশালী করতে কাজ করবে এবং এই ধরণের ব্যবস্থা প্রতিষ্ঠার সময় শরীক রাষ্ট্র মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে জাতীয় প্রতিষ্ঠান সমূহের অবস্থা ও কার্যকারিতা-সংশ্লিষ্ট মৌলনীতিসমূহ বিবেচনায় আনবে।
- সরকার সুশীল সমাজ, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের প্রতিনিধিত্বকারী সংগঠনসমূহকে এই তদারকি কাজে যুক্ত করবে এবং তাদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে।