সিজন নাহিয়ান
ঘুমিয়ে গেলেই অথই সাগরে হাঁটে
নিঃশব্দে ভালবাসা ছুঁতে গেলেই দোষ
অল্প বলে বেশির আশা করতে দেখেনি কেউ
বন্ধুত্ব গড়েছে শিকল আর মানব দেহে
স্তব্ধ কোলাহলে তাই পাতা ওড়ে
প্রশ্বাসে প্রশ্বাসে…
কাল পেরিয়ে প্রশ্নের সাথে তাল মেলায় হৃদপিণ্ড
সুর তুলে থেমে যায় রাতের আর্তনাদে
দোলাচলে এঁকে-বেঁকে এগোয় অদূর ভবিষ্যত
গোলাপের উষ্ণ শুভেচ্ছায় রক্তস্নান হলেও নিশ্চুপ
এখন অফুরন্ত উচ্ছ্বাসে নগরী দু’চোখ এক করে না
শ্রাবণে-স্নিগ্ধ পরশে….